ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেড় কেজি ওজনের বারগুলোর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে.কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান।
এতে বলা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল চোরাকারবারি ধরতে ওই এলাকায় অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
তবে, অভিযানের এক পর্যায়ে ফুলবাড়ি সীমান্তের চাকুলিয়া গ্রামের বাঁশ বাগানের ভেতর থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি সোনার বার জব্দ করা হয়। বারগুলো কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
এ ঘটনায় স্বর্ণ উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ