২০১ গম্বুজ মসজিদ পরিদর্শনে হাইকোর্টের বিচারপতি আবু আহমেদ

প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

২০১ গম্বুজ মসজিদ পরিদর্শনে হাইকোর্টের  বিচারপতি আবু আহমেদ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে দক্ষিণ পাথালিয়ায় ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু আহমেদ জমাদার। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় স্ব-পরিবার নিয়ে তিনি পরিদর্শনে আসেন।
এসময় মসজিদ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে দুপুরে উপজেলার হেমনগর জমিদার বাড়িও পরিদর্শনে যান তিনি।

মসজিদে পরিদর্শনের সময় তাকে স্বাগত জানান, উপজেলা চেয়ারম্যান ইউনুছ তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, এএসপি পোপালপুর সার্কেল আমির খসরু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের সদস্য আব্দুল হান্নান, আব্দুল মান্নান ও হুমায়ূন কবির ।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget