ঢাকা ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
জাগো সখীপুর ডেস্কঃ টাঙ্গাইলে অধ্যক্ষ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ড. মনিরুজ্জামান, অধ্যক্ষ আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, আনন্দ মোহন দেসহ অন্যান্য অধ্যক্ষবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মশিউর রহমান আপেল।
দ্বিতীয় পর্বে অধ্যক্ষ পরিষদের নতুন কমিটি করা হয়। কমিটিতে কালিহাতীর সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীরকে সভাপতি ও নাগরপুর জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিনজুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হচ্ছে সাংগঠনিক সম্পাদক আনন্দ মোহন দে, মহিলা বিষয়ক সম্পাদক জীবুননেছা প্রমুখ।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : আশরাফুল আলম শরীফ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ