টাঙ্গাইলে জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন পালিত ও ভোট প্রার্থনা

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

টাঙ্গাইলে জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন পালিত ও ভোট প্রার্থনা

এস এম জাকির হোসেনঃ টাঙ্গাইলে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালিত করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা কর্মীরা। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

এতে টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহামন জিন্নাহ, ছাদেকুল আলম খোকা, টাঙ্গাইল পৌর নির্বাচন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু,জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী প্রমুখ। এসময় বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকরি রহমান খান শফিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আশরাফ পাহেলী ধানের শীষের প্রার্থীকে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
ভোট চাওয়ার প্রোগ্রামটি পুলিশের বাঁধা অতিক্রম করে করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান।

জাগো সখীপুর / এস এম

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget