বিএনপিকে আগে ভ্যাকসিন দিতে চান তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

বিএনপিকে আগে ভ্যাকসিন দিতে চান তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চাইলে তাদেরকে আগে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। দরকার হলে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতেও রাজি আছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকের আগে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভ্যাকসিন নিয়ে সরকার একটি নীতিমালার ভিত্তিতে প্রয়োগ করবে। যারা ফ্রন্টলাইন ফাইটার তারা নিশ্চয়ই প্রথমে ভ্যাকসিন পাবে। তবে বিএনপি যদি আগে ভ্যাকসিন নিতে চায় তাহলে আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব, বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেওয়া হয়।

 

তথ্যমন্ত্রী আরো বলেন, করোনা মহামারিকে প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে যেভাবে মোকাবিলা করেছেন সেটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিশ্বসভায় এটি প্রশংসিত। এমনকি হেলথ অরগানাইজেশনে প্রশংসিত হয়েছে। ব্লুমবার্গের মতে করোনা মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান উপমহাদেশে সবার ওপরে। পুরো পৃথিবীতে বাংলাদেশের অবস্থান ২০তম।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget