বাসাইলে ভালোবেসে বিয়ের রাত পোহাতেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

বাসাইলে ভালোবেসে বিয়ের রাত পোহাতেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে চলছিল প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিক-প্রেমিকা পালিয়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করে। এরপর মঙ্গলবার (১৯ জানুয়ারি) তাদের দুই পরিবারের সম্মতিতে সামাজিকভাবে বিয়ে পরানো হয়। বিয়ের রাত পোহাতে না পোহাতেই বুধবার (২০ জানুয়ারি) সকালে নববধূ প্রেমিকার লাশ মেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। টাঙ্গাইলের বাসাইল পৌরসভার পশ্চিমপড়া এলাকার গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাসাইল থানা পুলিশ নিহত নববধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জানা যায়, বাসাইল জড়াশাহীবাগ এলাকার আবুল হাশেম খানশুরের কলেজ পড়ুয়া মেয়ে জান্নাতুল আক্তার তন্নীর (১৮) সঙ্গে বাসাইল পশ্চিমপড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাদেক আহমেদ সাইমের (৩৮) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিনের প্রেমের সর্ম্পকের জের ধরে মঙ্গলবার (১৯ জানুয়ারি) তারা দু’জনে পালিয়ে গিয়ে প্রথমে আদালতের মাধ্যমে বিয়ে করে। এরপর দুই পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিনে সামাজিকভাবে বিয়ে পরানো হয়। বিয়ের প্রথম রাত পোহাতে না পোহাতেই ওই ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নববধূ তন্নীর লাশ পাওয়া যায়।

নিহত জান্নাতুল আক্তার তন্নীর মা বিউটি বেগম বলেন, ‘প্রেমের সর্ম্পকের জের ধরে আমার মেয়েটি প্রথমে পালিয়ে গিয়ে বিয়ে করে। এরপর দুই পরিবারের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিনে সামাজিকভাবে বিয়ে পরানো হয়। স্বামীর বাড়িতে মেয়েটি প্রথম রাত কাটায়। এরপর সকালে জানতে পারি মেয়েটি আত্মহত্যা করেছে। ওরা আমার মেয়েকে আত্মহত্যার প্ররোচনা করেছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না।’

তন্নীর স্বামী সাদেক আহমেদ সাইমের বড় ভাবি হাশি খানম বলেন, ‘সকালে সবাই একত্রে খাবার খেয়েছি। পরে আমার দেবর সাইম বাজারে যায়। এরপর সবার অজান্তে সাইমের বউ তন্নী আত্মহত্যা করে।’

বাসাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন বলেন, ‘তারা দুজনে বাড়ি থেকে বেড়িয়ে আসার পর সামাজিকভাবে তাদের বিয়ে পরানো হয়। বাসর রাত শেষে সকালে মেয়েটির স্বামী বাজারে যায়। পরে ঝুলন্ত অবস্থার মেয়েটির লাশ পাওয়া যায়। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা বুঝতেছি না।’

বাসাইল থানার এসআই আজহারুল ইসলাম বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget