বাসাইলে শওকত মোমেন শাহজাহানের ৭ম মৃত্যুবার্ষিকী পালন | জাগোসখীপুর

প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

বাসাইলে শওকত মোমেন শাহজাহানের ৭ম মৃত্যুবার্ষিকী পালন | জাগোসখীপুর

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাসাইল শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর।

এসময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, বাসাইল উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার জমাদার, ফজলুর হক ফজল, রফিকুল ইসলাম, মো. রতন মিয়া, উপজেলা আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহিম সিদ্দিকী, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে আগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রসঙ্গত, সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ, সরকারি জোবেদা-রোবেয়া মহিলা কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান। এছাড়া তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, উপন্যাসিক, নাট্যকার, ক্রিড়া সংগঠক এবং সংস্কৃতিকর্মী ছিলেন।

তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য ও সবশেষে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জাগো সখীপুর / এস এম

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget