ঢাকা ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাসাইল শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর।
এসময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, বাসাইল উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার জমাদার, ফজলুর হক ফজল, রফিকুল ইসলাম, মো. রতন মিয়া, উপজেলা আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহিম সিদ্দিকী, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে আগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রসঙ্গত, সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ, সরকারি জোবেদা-রোবেয়া মহিলা কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান। এছাড়া তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, উপন্যাসিক, নাট্যকার, ক্রিড়া সংগঠক এবং সংস্কৃতিকর্মী ছিলেন।
তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য ও সবশেষে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জাগো সখীপুর / এস এম
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ