আজ কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমা দিবস | জাগো সখীপুর

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

আজ কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমা দিবস | জাগো সখীপুর

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিস্ময় কাদেরিয়া বাহিনীর জাতির জনকের নিকট অস্ত্র জমা দিবস পালন করা হবে। কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হবে। সকাল ১০ টায় মির্জাপুরের গোড়াইয়ে পথ সভা। বঙ্গবন্ধু টাঙ্গাইল আসার পথে যে যে স্থানগুলোতে পথ সভা করেছেন সেই স্থান গুলো চিহ্নিত করা।

সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাদেরীয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সামরিক অভিবাদন প্রদান। শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী স্মৃতিচারণ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর হাতে গড়া স্মৃতিসৌধে ফলক প্রতিস্থাপন ও শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ।

বেলা ১২ টায় বিন্দুবাসিনী স্কুল মাঠে ১৯৭২ সালের ২৪ জানুয়ারি মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিস্ময় কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে বঙ্গবন্ধুর নিকট কাদেরিয়া বাহিনীর যুদ্ধাস্ত্র জমা দেওয়ার ঐতিহাসিক মুহুর্তের মু্যুরাল চিত্র প্রদর্শনী।

বেলা আড়াইটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget