প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক : ঝিনাইদহ পিটিআই সুপারিনটেনডেন্ট এসএম সালাউদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত ১ জানুয়ারি ২০২১ ইং তারিখে অনলাইন নিউজ পোর্টাল ‘ভয়েস অফ কুষ্টিয়া.কম- এ নিউজ প্রকাশ করা হয়। ঐ নিউজে ঝিনাইদহ পিটিআই সুপারিনটেনডেন্ট এসএম সালাউদ্দিনের সঙ্গে সহকারি লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার মো. শওকত আলীর বিরুদ্ধেও কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে। মো. শওকত আলীর নিজ এলাকা পাবনা জেলার সুজানগর উপজেলা এবং তার কর্মস্থল ঝিনাইদহ পিটিআই-এর অফিস সূত্রে জানা যায়, তিনি কখনও কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। তিনি দীর্ঘদিন যাবৎ তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সন্তানকে নিয়ে ভীষণ বিপদের মধ্যে দিন যাপন করছেন। মো. শওকত আলীর দাবী- নিউজটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। কোন কুচক্রী ব্যক্তির হীনস্বার্থ হাসিল করার জন্য তাকে জড়িয়ে ভয়েস অফ কুষ্টিয়া.কম-এ এমন মিথ্যা নিউজ ছাপা হয়েছে। তিনি এধরণের মিথ্যা নিউজটি প্রকাশ করায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।