ঢাকা ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতায় থাকছে না।
করোনা সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরই মধ্যে পিএসসি, জেএসসি, এইচএসসি এবং সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল হয়েছে। ছুটি কয়েক ধাপে বাড়ানোর পর গত ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সকল প্রস্তুতির নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।
নির্দেশনায় বলা হয়েছিল, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
এর আগে ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ছিল। এবার তা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল।
জাগো সখীপুর / এস এম
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : আশরাফুল আলম শরীফ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ