ঢাকা ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের সখীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠালে কবিরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।
গ্রেফতার কবিরাজ সাহেব আলী খান উপজেলার কালিয়ান গ্রামের মৃত আলী হোসেন খানের ছেলে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে শিশুটির মা সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে ওই রাতেই পুলিশ অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে ওই কবিরাজ প্রতিবেশী ওই শিশুকে ঝাড়ফুঁক দেয়ার কথা বলে নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েকে খুঁজতে শিশুটির মা ওই বাড়িতে গেলে কবিরাজ দৌঁড়ে পালিয়ে যায়।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার প্রস্তাব দেয়ার কারণে মামলা করতে দেরি হয়েছে বলেও জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির জানান, মামলা পর রাতেই আসামি কবিরাজ সাহেব আলীকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জাগো সখীপুর / এস এম জাকির হোসেন
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ