ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী চৌরাস্তা বাজার বণিক বহুমূখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত নিজস্ব কার্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে ১০৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে রফিকুল ইসলাম হায়দার ৫৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে মানিক আল মামুন ৫১ভোট পান।
এ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় সম্পাদক পদে ফজলুল হক, সহ-সভাপতি পদে আবদুর রহিম, কোষাধ্যক্ষ পদে আজাহার আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্যপদে মো. ঈমান আলী, মোস্তফা মিয়া, সুরুজ আলী, শফিকুল ইসলাম এবং মনির হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফি, সখীপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ইয়ারুম তালুকদার, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, বাহারুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমীন আহমেদ এবং সাংবাদিক সজল আহমেদ নির্বাচন পর্যবেক্ষন করেন।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ