টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২১

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মার্চ) ভোরে উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস তালুকদার বলেন, ‘ভোরে স্থানীয়রা ট্রেন লাইনে হাঁটতে গিয়ে ওই নারীর মৃতদেহ দেখতে পায়। পরে তার লাশটি ট্রেন লাইন থেকে সরিয়ে নিচে রাখা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩২ হবে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি ঘারিন্দা রেল স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল খান বলেন, ‘বিষয়টি শুনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা গিয়ে লাশটি উদ্ধার করবে। কোনও ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা গেছে এটা বলা যাচ্ছে না। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

 

জাগো সখীপুর / এস এম

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget