সখীপুরে দুই শিশু ধর্ষণের আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন | জাগো সখীপুর

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২১

সখীপুরে দুই শিশু ধর্ষণের আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন | জাগো সখীপুর

 

নিজস্ব প্রতিনিধি, জাগো সখীপুর :

টাঙ্গাইলের সখীপুরে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলার কচুয়া বাজারে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বিক্ষুব্দরা আধা ঘণ্টাব্যাপী সাগরদিঘী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতারের দাবিতে পুলিশকে সময়সীমা বেধে দেন।

 

মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় কিন্ডারগার্টেনের শতাধিক শিশু ও এলাকাবাসী অংশ নেয়। দুই শিশুকে ধর্ষণের মামলার আসামির নাম হায়দার আলী (৪৮)। সে উপজেলার দামিয়া এলাকার মৃত আ. কদ্দুস মিয়ার ছেলে। হায়দার আলী উপজেলার কচুয়া বাজারে দীর্ঘদিন ধরে দোকান করে আসছে। তাঁর বিরুদ্ধে সখীপুর থানায় প্রতারণাসহ আরও চারটি মামলা রয়েছে।

 

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি দিনের বেলায় বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকে (৬), (৯) তাঁর দোকানের সঙ্গে থাকার ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত সোমবার রাতে (১ মার্চ) ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা হওয়ার এক সপ্তাহ পার হলেও পুলিশ অভিযুক্ত ব্যবসায়ীকে এখনো গ্রেপ্তার করতে পারেননি।

 

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস সিকদার, কালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, স্থানীয় ছাত্রলীগ নেতা দেওয়ান ফাহিম ফয়সাল, নজরুল সিকদার প্রমুখ ।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভুইঁয়া বলেন, গত মঙ্গলবার ওই দুই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

জাগো সখীপুর / এস এম জাকির হোসেন

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget