বঙ্গবন্ধুর জন্মদিনে সখীপুর-বাসাইলে ম্যারাথনের আয়োজন

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১

বঙ্গবন্ধুর জন্মদিনে সখীপুর-বাসাইলে ম্যারাথনের আয়োজন

 

নিজস্ব প্রতিনিধি:

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর ও বাসাইলে হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে ডেসকো বোর্ডের পরিচালনা বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে ডেসকো বোর্ডের পরিচালনা বোর্ডের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য-গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ লিখিত বক্তব্যে জানান, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনটিকে উৎসবমূখর করার লক্ষ্যে আমরা সখীপুর-বাসাইলে যারা দৌড়ের সাথে সম্পৃক্ত তাদের নিয়ে রানার গ্রুপ গঠন করেছি। রানার গ্রুপের পক্ষ থেকে এবং বাংলাদেশ বিডি রানার গ্রুপের সহায়তায় ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছি। ইতিমধ্য সারাদেশ থেকে ৩শ’ রানার রেজিস্ট্রেশন করেছেন। ম্যারাথনে উল্লেখ সংখ্যক মেয়ে সদস্যও রেজিস্ট্রেশন করেছেন।

 

জাগো সখীপুর / এস এম  জাকির হোসেন

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget