সখীপুরে শিক্ষক সমিতির টাকা আত্মসাতের প্রতিবাদে কল্যাণ তহবিলের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২১

সখীপুরে শিক্ষক সমিতির টাকা আত্মসাতের প্রতিবাদে কল্যাণ তহবিলের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

 

নিজস্ব প্রতিনিধি :

 

টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অধীনস্থ কল্যাণ তহবিলের ২৭লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছেন ৫ শতাধিক শিক্ষক কর্মচারী। শনিবার উপজেলার কচুয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন, পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন, শিক্ষক নেতা মিজানুর রহমান, এসএম আতিকুর রহমান ছমির প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা কল্যাণ তহবিলের চেয়ারম্যান কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়ার বিরুদ্ধে উপজেলার ৮ শতাধিক শিক্ষক- কর্মচারীর কষ্টার্জিত আত্মসাতের ওই ২৭ লাখ টাকা অভিলম্বে পরিশোধ করার দাবি জানান। তারা বলেন, এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির জরুরি সভায় কল্যাণ তহবিলের চেয়ারম্যান পদ থেকে তুলা মিয়াকে অব্যহতি এবং টাকা পরিশোধের সময়সীমা বেধে নোটিশ করা হলেও তিনি নানা তাল বাহানা করছেন। ওই টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও শিক্ষকদের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও দাবি করেন।

জাগো সখীপুর / এস এম জাকির হোসেন

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget