ঢাকা ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
এস এম জাকির হোসেন:
লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। কবি মুহাম্মদ লুৎফর রহমান মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের কবি। এমন মন্তব্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন বক্তারা।
পেশায় শিক্ষক কিন্তু মননে কবি মুহাম্মদ লুৎফর রহমান ‘ছড়ায় ছড়ায় শেখ মুজিব’ ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বপ্ন কে ভালবেসে শিশুতোষ কাব্য গ্রন্থ), ‘ভালোবাসি রূপকুমারী’ দেশ নিয়ে লেখা শিশুতোষ কাব্য গ্রন্থ ) ও ‘শুধু শুধু চেয়ে রই’ বই তিনটির মোড়ক উন্মোচন হয়েছে আজ রোববার (১৪ মার্চ) কে জি কে উচ্চ বিদ্যালয়ে ।
বই তিনটি এসেছে টুম্পা প্রকাশনী থেকে।
মোড়ক উম্মোচন করেন কে জি কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বেল্লাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক নূর মো. হাবিবুল্লাহ, শিক্ষক মো. মতিউর রহমান, শিক্ষক আ. রহিম, শিক্ষক মো. সহিদুল্লাহ, শিক্ষক মো. জামাল হোসেন প্রমুখ।
বক্তারা লেখক সম্পর্কে বলেন, লেখার হাত তার অনেক আগে থেকেই ভালো ছিল।
তার লেখার মধ্যে সারল্যতার প্রাধান্যটাই বেশি।
মুহাম্মদ লুৎফর রহমান বলেন, আমার বই প্রকাশ করাটা কাকতালীয়। হঠাৎ করেই হয়ে গেছে। এর পেছনে আমার অসম্ভব মেধাসম্পন্ন স্ত্রী মোসাঃ হালিমা আক্তার মুক্তার অবদান অনেক বেশি।
আমি লেখায় অনুপ্রাণিত হয়েছি শুরুতে সাংবাদিক মোসলেম আবু শফী স্যারকে দেখে। আমি আমার অভিজ্ঞতার আলোকে লিখি।
জাগো সখীপুর / এস এম
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ