আগামীকাল সারাদেশের সব মার্কেট-দোকান বন্ধ

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২১

আগামীকাল সারাদেশের সব মার্কেট-দোকান বন্ধ
 

নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের সব মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে মার্কেটগুলোকে আলোকসজ্জা করা হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্র জানায়, দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সারাদেশের সব মার্কেট-দোকান বন্ধ থাকবে।
এর আগে শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সভায় বসে। সভায় ১৭ মার্চ সারাদেশের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরদিন রোববার সিদ্ধান্তটির ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যবসায়িক এ সংগঠনটি।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ১৭ মার্চ সব বিপনীবিতান বন্ধ থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget