মাস্ক পরার অভ্যেস , করোনামুক্ত বাংলাদেশ, সখীপুরে মাস্ক নিয়ে মাঠে পুলিশ

প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১

মাস্ক পরার অভ্যেস , করোনামুক্ত বাংলাদেশ, সখীপুরে মাস্ক নিয়ে মাঠে পুলিশ

 

এস এম জাকির হোসেন:

মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এর অংশ হিসেবে রোববার (২১ মার্চ)  সখীপুর উপজেলার পৌর এলাকায় মাস্ক বিতরণ করেছে সখীপুর থানা পুলিশ।

মাস্ক বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবীর ।

এ সময় তিনি বলেন, ‘দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আমরা মূলত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। অনেকেই রাস্তায় চলাচল করছে মাস্ক ছাড়া, তাদের মাঝে মাস্ক বিতরণ করছি।’

এ সময় পথচারীরা পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাস অনেকটা কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।’

সখীপুর এলাকায় প্রায় এক হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget