সখীপুরে ২ দিনব্যাপী উত্তরণ মেলা শুরু

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১

সখীপুরে ২ দিনব্যাপী উত্তরণ মেলা শুরু

 

নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইলের সখীপুরে দুই দিনব্যাপী উত্তরণ মেলা শুরু হয়েছে। বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ইউএনও চিত্রা শিকারী মেলার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল, কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন দপ্তরের ৩৫টি প্রদর্শনী স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এরই ধারাবাহিকতা। এটি দেশ ও দেশের মানুষের জন্যে এক অনন্য অর্জন।

 

জাগো সখীপুর / এস এস

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget