ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২১
এস এম জাকির হোসেনঃ
টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে দুই মাসের একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার শোলাপ্রতিমা গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম জুনায়েদ। শিশুর বাবা আছির উদ্দিন পেশায় একজন ট্রাকচালক।
শিশুর মা কল্পনা আক্তারের ভাষ্য, স্বামী ট্রাক চালাতে যাওয়ায় গতকাল রাতে তিনি ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে দুজন চোর তাঁদের ঘরে সিঁধ কেটে ঢোকে। তিনি জেগে ওঠায় একজন তাঁর মুখ চেপে ধরেন। আরেকজন শিশুটিকে কোল থেকে ছিনিয়ে নিয়ে চলে যান। ডাকাডাকির পর এলাকার লোকজন তাঁর বাড়িতে আসেন।
শিশুর দাদা জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : আশরাফুল আলম শরীফ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ