সখীপুরে অরণ্য আবাসনের কমিটি ঘোষণা — সভাপতি আতিকুর সম্পাদক শাফলু

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

সখীপুরে অরণ্য আবাসনের কমিটি ঘোষণা — সভাপতি আতিকুর সম্পাদক শাফলু

নিজস্ব প্রতিনিধি : সখীপুরে অরণ্য আবাসন উন্নয়নকল্পে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে নিজস্ব কার্যালয়ে নলুয়া শাহিন কলেজ সংলগ্ন অরণ্য আবাসনের প্লট মালিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আতিকুর রহমানকে সভাপতি এবং সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলুকে সাধারণ সম্পাদক করা হয়।

এ সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন মাহবুবুল আরেফিন কামাল, মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শামীম মিয়া। এছাড়া যুগ্ন সম্পাদক হিসেবে খান মোহাম্মদ মনির এবং কোষাধক্ষ্য হিসেবে রয়েছেন মোঃ সহিদুর রহমান।