ঢাকা ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
জাগো সখীপুর ডেস্ক :
শর্তসাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের খোলা রাখতে হবে এসব দোকানপাট ও শপিংমল।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে কভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
প্রসঙ্গত, গত রোববার থেকেই স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে গত সারাদেশের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে আসছেন।
বাংলাদেশ জার্নাল
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ