ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১
এস এম জাকির হোসেন:
বর্তমান সময়ে মেধাবী গীতিকবি এইচ.বি ওয়াহিদ এর কথায়, মিতু ও পলাশের সুরে, এইচ,আর লিটনের সংগীতে “বিরহ চাঁদর” শিরোনামের একটি গানে কন্ঠ দিলেন মিতু আর পলাশ লোহ।
এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন আবরার পল্লব।
গানের সুরটাও মনে ধরার মত, গানের কথা ও ভিডিও সুরের সঙ্গে মিল করে নির্মাণ করা হয়েছে, আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে আর ভাল লাগতেই হবে।
গানের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাই এই গানটি নিয়ে আশাবাদ ব্যাক্ত করেছেন।
গীতিকবি এইচ.বি ওয়াহিদ বলেছেন,,,,, আশাকরি গানটি সবার মনে ধরবে, যুগপোযুগি একটি গান লেখার চেষ্টা করেছি।
পলাশ বলেছেন, যুক্ত কন্ঠে গানটি গেয়ে খুব ভাল লেগেছে, গীতিকবি খুব শক্ত হাতেই গানটি লিখেছে, পাশাপাশি সহশিল্পী মিতুও অসাধারন সুর করেছে আবার গেয়েছেও।
মিতু বলেছেন, আমি আমার সবটুকু দিয়েই গানটির সুর করার চেষ্টা করেছি, সত্যি কথা বলতে পলাশ দাদার সাথে মিলে মিশেই গানটির সুর করতে পেরেছি, তবে পলাশ দাদা খুব ভালো গেয়েছে। আমি গানটি নিয়ে আশাবাদি।
মিউজিক ডিরেক্টর এইচ.আর.লিটন বলেছেন,,,, অনেকদিন পর অসাধারন একটি গানের মিউজিক কম্পোজ শেষ করলাম, “বিরহ চাঁদর” শিরোনামের এই গানটিতে কন্ঠ দিলো মিতু আর পলাশ, তারা দুজনেই আমার খুব স্নেহের। খুব ভাল গেয়েছে ওরা, ওদের জন্য সব সময় দোয়া থাকলো।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ