মামুনুল হক ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

মামুনুল হক ৭ দিনের রিমান্ডে

 

নিজস্ব প্রতিবেদক :

মোহাম্মাদপুরে নাশকতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ৭ দিনের রিমান্ডে। সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

 

২০২০ সালের মোহাম্মদপুর থানায় ভাঙচুর ও নাশকতার একটি মামলায় তাকে ৭ দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। এছাড়াও মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত ১৭ টি এবং নারায়ণগঞ্জে ১ টি মামলা রয়েছে।

 

রোববার বেলা ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় গোয়েন্দা হেফাজতে।