সখীপুরে বনের জমি থেকে পোল্ট্রিফার্ম উচ্ছেদ

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১

সখীপুরে বনের জমি থেকে পোল্ট্রিফার্ম উচ্ছেদ

সখীপুর প্রতিনিধি :টাঙ্গাইলের সখীপুরে বনের জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পোল্ট্রি ফার্ম উচ্ছেদ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা ধুমখালী এলাকায় এ উচ্ছেদ পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা ধুমখালী এলাকার মৃত আহাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন কালিদাস বিটের আওতাধীন প্রায় ১০ শতাংশ বনের জমি দখল করে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেন। সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে হতেয়া রেঞ্জকর্মকর্তা আলাল খানের নেতৃত্বে অবৈধভাবে গড়ে তোলা এ পোল্ট্রিফার্ম উচ্ছেদ করেন। এ সময় কালিদাস বিট কর্মকর্তা মুস্তানুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হতেয়া রেঞ্জকর্মকর্তা আলাল খান বলেন, অবৈধভাবে বনের জমি দখল করে গড়ে তোলা পাল্ট্রিফার্ম উচ্ছেদ করে বনের জমি দখলমুক্ত করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget