ঢাকা ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, মে ৭, ২০২১
বিনোদন ডেস্ক, জাগো সখীপুর :
এ সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকার তুহিন সিদ্দিকী। তার লেখা গান কণ্ঠে তুলেছেন সংগীতশিল্পী প্রতীক হাসান, ক্লোজআপ ওয়ান তারকা সাজুসহ অনেকে। এবার তার লেখা ও সুরে গাইলেন যাযাবর ব্যান্ডের ভোকাল ক্যাপ্টেন। ‘রিলিফের মাল’ শিরোনামের এ গানের সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন।
জাগো সখীপুর কে তুহিন সিদ্দিকী বলেন, ‘আমার লেখা বেশ কিছু গান এ সময়ের শ্রোতাপ্রিয় শিল্পীরা গেয়েছেন। তবে কখনো সুর করিনি। এবারই প্রথম অনেকটা ভয়ে ভয়ে কোনো গানে সুরারোপ করেছি। ফোক ঘরানার গানটি শ্রোতাদের ভালো লাগলে আমার এই প্রচেষ্টা স্বার্থক হবে।’
গান ও মানুষের ভালোবাসায় বাঁচতে চান গীতিকার তুহিন সিদ্দিকী। বিষয়টি উল্লেখ করে এ শিল্পী বলেন—‘মানুষ ও গানের প্রতি ভালোবাসা আমার দৃষ্টিতে মুদ্রার এপিঠ ওপিঠ। গান মানুষের আত্মার খোরাক মেটায়। তাই এ দুটো বিষয়কে ভালোবেসে বাঁচতে চাই।’
‘রিলিফের মাল’ শিরোনামের গানের কথার সঙ্গে মিল রেখে র্যাপ ভয়েস দিয়েছেন কাব্যিক পলাশ। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। এতে ডিওপি ও ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রাহাত বাপ্পি। এ বিষয়ে ক্যাপ্টেন বলেন—‘‘ব্যান্ডের কাজের পাশাপাশি প্রথম সলো গান গাইলাম। ‘রিলিফের মাল’ গানে ডিজে মিউজিক ভার্সন ও র্যাপের সংমিশ্রণ রয়েছে। আশা করছি, গানটি সকলের ভালো লাগবে।’’
বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যা ৭টায় ক্যাপ্টেন গান বাজার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
জাগো সখীপুর / এস এম জাকির হোসেন
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ