সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২১

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :

টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আব্দুল্লাহ খান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কালিয়ান খান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার প্রবাসী সজীব খানের ছেলে।

 

 

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে সড়ক ঘেঁষে মাটি কেটে কে বা কারা এক গর্ত সৃষ্টি করে।সেখানে বৃষ্টির পানি জমে ছিল। ভোর বেলায় সেই পানিতে ডুবে আব্দুল্লাহ খান নামের এক শিশুর মৃত্যু হয়।

 

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাসুদ খান জানায়, হাসপাতালের জরুরি বিভাগে পানিতে ডুবে মারা যাওয়া চার বছরের একটি শিশুকে নিয়ে আসে তার স্বজনরা। শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে।

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget