ঢাকা ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২১
এম জাকির হোসেনঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তন খোলা গ্রামের মো: নব্বেছ মন্ডলের ছেলে মো: হাবিবুর মন্ডল (৩৭)। দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। বর্তমানে কিডনি হারিয়ে আর্থিক অভাব অনটনে সু-চিকিৎসার অভাবে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। হাবিবুর মন্ডল ৩ সন্তানের জনক। অভাবের সংসারে সংগ্রাম করে বেঁচে আছেন তিনি। পরিবারের সকল দায়িত্ব ছিল তার। সুস্থ থাকাকালীন সময়ে সে কাজ করতেন অটো ভ্যান ড্রাইভার হিসেবে। তার উপার্জনের টাকায় চলতো পরিবার। তিনি ই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি । বেশী টাকা উপার্জনের উদ্দেশ্যে কিস্তির টাকা তুলে বিদেশ যান তিনি বিদেশ যাওয়ার ৮ মাস পর দুটি কিডনি নষ্ট হয়ে যায়, কম্পানী কিছু চিকিৎসা করে দেশে পাঠিয়ে দেন। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারনে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
রাজ্জাক মন্ডল বলেন, রক্ত ও ডায়ালাইসিস করাতে প্রতি সপ্তাহে অনেক টাকা খরচ হয়। সব মিলিয়ে টাকার অভাবেই জীবন প্রদীপ নিভে যেতে বসেছে হাবিবুরের। একমাত্র সমাজের বিত্তবানরা পাশে দাড়ালেই হাবিবুরের কিডনি প্রতিস্থাপন করা সম্ভব। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এতো টাকা যোগাড় করা কখনোই সম্ভব না। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে তার পরিবার।
রাজ্জাক মন্ডল আরও বলেন, কখনো ভাবি নাই ভাইয়ের জীবনটা হঠাৎ এমন হয়ে যাবে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলেই আমার ভাই হয়তো সুন্দর এ পৃথিবীতে আরও কিছুদিন বাঁচতে পারে।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ