সখীপুরে কালিয়ান গণহত্যা দিবস পালন

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

সখীপুরে কালিয়ান গণহত্যা দিবস পালন

 

এম জাকির হোসেন :

টাঙ্গাইলের সখীপুরে কালিয়ান গণহত্যা দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানী হানাদার বাহিনী সখীপুরে উপজেলার কালিয়ান গ্রামে অতর্কিত হামলা চালিয়ে ১৮ জন বাঙালিকে নৃশংসভাবে হত্যা করে। এছাড়া আরো সাতজনের ওপর নির্মম নির্যাতন চালায়।

শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য সরকার ২০১৯ সালে ওই স্থানে একটি স্মৃতিফলক নির্মাণ করেছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি করোনার লকডাউন থাকায় এলাকার মুক্তি যোদ্ধাগন ফুলেল শ্রদ্ধা জানান।

https://www.facebook.com/100007391057443/posts/2940331152889891/?app=fbl

উল্লেখ্য, ১৯৭১ সালের ১ জুলাই পাকিস্তানী হানাদার বাহিনী উপজেলার কালিয়ান গ্রামে অতর্কিত হামলা করে ১৮ জন বাঙালিকে নৃশংসভাবে হত্যা করে। এরা হলেন, মুন্সী রমেজ উদ্দীন, জোনাব আলী সরকার, হাবিবুর রহমান মুন্সী, আবদুল খালেক, বেলায়েত হোসেন, ছানোয়ার হোসেন, লাল মামুদ মিয়া, বাচ্চু মিয়া, ইয়াছিন আলী, মো: ছন্টু মিয়া, কাজী দুলাল হোসেন, আবদুল হাই শিকদার, জবেদ আলী শিকদার, ইসমাইল হোসেন, আরজু মিয়া, হৃদয় চন্দ্র সরকার, আবদুস ছালাম ও আবদুল জলিল।

জাগো সখীপুর / এম

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget