সখীপুরে ট্রাক্টর চাপায় শিশু চালক নিহত মালিকের শাস্তি দাবি

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২১

নিজস্ব প্রতিনিধি:  টাঙ্গাইলের সখীপুরে হালবাওয়ার সময়  ট্রাক্টরের নিচে চাপা পড়ে সোহেল রানা (১০) নামের  এক শিশুর মর্মান্তিক মৃত্যু  হয়েছে। গত ৮ জুলাই বৃহস্পতিবার  উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঝিনিয়াচালা  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওরফে সুন্দর আলী ওই গ্রামের জবের আলীর ছেলে।  শিশুকে দিয়ে ট্রাক্টর চালানোর কাজ করায় এলাকার মানুষ ওই ট্রাক্টরের মালিক গামা মিয়াকে আইনের আওতায়  এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, ওই গ্রামের হযরত আলীর ছেলে গামা মিয়া দীর্ঘদিন ধরেই ১০ বছরের শিশু সোহেল রানা ওরফে সুন্দর আলীকে দিয়ে   ট্রাক্টর চালাতেন। ওই শিশু বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে জমিতে ট্রাক্টরদিয়ে হাল বাওয়ার সময়  উল্টে গিয়ে ট্রাক্টরের নিচে  চাপা পড়ে  ঘটনাস্থলেই মৃত্যু তার মৃত্যু হয়।