সখীপুরে ৬ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২১

সখীপুরে ৬ জুয়াড়ি গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভার কাঁচাবাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড গড়গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে  সোনা মিয়া (৫২), একই ওয়ার্ডের নুরু মিয়ার ছেলে রুমান (৩৭), দামিয়া গ্রামের আবুল হাশেম কারীল ছেলে সোহেল রানা (২৮), দক্ষিণ আড়াইপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে  আবদুর রহিম (২৫), একই এলাকার ইয়ার মামুদের ছেলে আহাদুল্লাহ মিয়া (২৮) এবং সোনারতরী মোড় পিছের মাথার আউয়ালের বাড়ির ভাড়াটিয়া মৃত সোবহানের ছেলে   আবদুল কাদের (৪৫)। বুধবার সকালে এদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলারত অবস্থায়  ৬ জুয়াড়িকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জাগো সখীপুর / এম

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget