ঢাকা ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২১
এম জাকির হোসেনঃ
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী আরোপিত কঠোর থেকে কঠোর বিধিনিষেধের প্রথম দিনেই রাস্তায় মানুষের আনাগোনা কিছুটা বেশী আর তার সাথে বাড়ছে যানবাহনের সংখ্যাও। শুক্রবার সকাল থেকে সখীপুরের বিভিন্ন এলাকায় এমন দৃশ্যদেখা গেছে।
কঠোর লকডাউনে কঠোর অবস্থানে সখীপুর প্রশাসন বিধিনিষেধ না মানায় ব্যবসায়ী, পথচারী ও গাড়ির চালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৌরশহর ও বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাস ব্যাপকহারে বেড়ে যাওয়ায় সারাদেশ কঠোর থেকে কঠোর লকডাউন ঘোষণা করেন সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলার দায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা ও সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্টের মাধ্যমে প্রথম দিনে ৩৩ টি মামলায় ১৭২০০ টাকা জরিমানা আদায় করেন।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী মুঠোফোনে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ