সখীপুরে ছেঁড়া তারে জড়িয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২১

সখীপুরে ছেঁড়া তারে জড়িয়ে শিশুর মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
ঘরের পেছনে খেলতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্মৃতি রানী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কালিদাস গ্রামের নমপাড়া এলাকায় মঙ্গলবার (১০ আগস্ট) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্মৃতি রানী ওই এলাকার রতন কুমার সরকারের মেয়ে। সে স্থানীয় একটি মন্দিরের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ব্যাপারে আজ দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, সকালে ঘুম থেকে উঠে স্মৃতি রানী ঘরের পেছনে খেলতে যায়। মঙ্গলবার সকাল নয়টার দিকে খেলার এক পর্যায়ে স্মৃতি রানী রাতে ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে সাইদুল হক ভূইঁয়া বলেন, শিশুর হাতে বিদ্যুতে পোড়া দাগ রয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জাগো সখীপুর / এম জাকির হোসেন

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget