সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সখীপুর সংবাদদাতা :

টাঙ্গাইলের সখীপুরে তানিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তানিয়া ওই গ্রামের ফজলুল হকের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে তানিয়ার সঙ্গে ফজলুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। সম্প্রতি তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য চলছিল। পরে বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তানিয়া আত্মহত্যা করে।

সখীপুর থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget