যমুনায় বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে পানি

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

যমুনায় বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে পানি

নিজস্ব প্রতিবেদক : উজানের ঢল ও ভারি বর্ষণের ফলে টাঙ্গাইলে যমুনা নদীতে ১০ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদী ছাড়াও জেলার ধলেশ্বরী, লৌহজং, বংশাই ও ঝিনাই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার, ধলেশ্বরীতে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার ফলে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভূঞাপুর, মির্জাপুর, বাসাইল ও নাগরপুর উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকা পানি প্রবেশ করছে। এ কারণে এসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে আছে ফসলী জমি। কোথাও কোথাও নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, ‘যমুনা নদীসহ জেলার সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীর পানি লোকালয় বা নিম্নাঞ্চলে প্রবেশ করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget