সখীপুরে মৎস সপ্তাহ উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

সখীপুরে মৎস সপ্তাহ উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সখীপুর প্রতিনিধি:

“বেশি বেশি মাছ চাষ করি
বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সখীপুর উপজেলায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “মৎস্যখাতে বর্তমান সরকারের অগ্রগতি” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব নিয়ন্তা বর্মণ এবং সখীপুর পি এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল জনাব মোঃ খলিলুর রহমান।

 

আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, এবং টাঙ্গাইল জেলার মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget