ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
কিছু নিউজ পোর্টাল ও অনলাইনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিয়ে করা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আজ মঙ্গলবার সখীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সম্প্রতি ধর্মী, রাষ্ট্রীয় ও পারিবারিক আইন মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ওই নারী ২০১৯ সালের ২৫ জুন তারিখে আগের স্বামী ইমান আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। বর্তমানে ইমান আলীও নতুন বিয়ে করে সংসার করছেন।
উল্লেখ্য, ইমান আলী হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের প্রতিবেশী চাচা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সমাজের কিছু দুষ্টু লোক শরিফুল ইসলামকে রাজনৈতিকভাবে হেয় করতে আপন চাচীকে বিয়ে করেছেন-এমন অসত্য ও বিভ্রান্তিকর খবর প্রচার করেন।
শরিফুল ইসলাম বলেন, দুই বছর আগে তালাকপ্রাপ্ত অসহায় এক নারীকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেছি। এটা তো কোনো অপরাধ নয়। আমার ও আমার স্ত্রী মান সম্মান ক্ষুন্ন করতে আওয়ামী লীগের একটি কুচক্রীমহল ও বিএনপির একটি চক্র মিলেমিশে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সাংবাদিকদের সরবরাহ করেছেন।
জাগো সখীপুর / এম জাকির হোসেন
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ