ঢাকা ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা দীর্ঘ ৭ বছর পর মঙ্গলবার(৩১ আগস্ট) দুপুরে স্থানীয় পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইব্রাহীম নেসার, সাধারণ সম্পাদক ওসমান গণি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, ক্রীড়া ব্যক্তিত্ব তারেক মাহমুদ পলু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল, জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা। সভা পরিচালনা করেন, রেফারী টাইগার নজরুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে আগামি ৩০ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ লক্ষ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ