মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে জনসাধারণের পক্ষে কথা বলাই পত্রিকার মূলমন্ত্র:সম্পাদক

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে জনসাধারণের পক্ষে কথা বলাই পত্রিকার মূলমন্ত্র:সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদ বলেছেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শের প্রতিষ্ঠিত। এ পত্রিকার মূলমন্ত্র মুক্তিযুদ্ধে স্বপক্ষে থেকে জনসাধারণের পক্ষে কথা বলে। ঘুম থেকে উঠেই যাতে ১২ টি উপজেলার মানুষ মজলুমের কণ্ঠ হাতে পায় সে ব্যবস্থা করা হয়েছে। সরকারের উন্নয়ন, জনদুর্ভোগ, দুর্দশা, সাফল্যসহ সার্বিক বিষয় তুলে ধরা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিভিন্ন দিবসে সরকারি ক্রোড়পত্র ও সরকারি-বেসরকারি বিজ্ঞাপন দিয়ে পত্রিকাকে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞ।

আমার অবর্তমানে যাতে এ পত্রিকা সকলের হাতে পৌঁছায় সে ব্যবস্থাও রাখা হয়েছে। পত্রিকার আরো সফলতার জন্য সকলের দোয়া, সহযোগিতা কামনা করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget