সখীপুরে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

সখীপুরে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু

 

সখীপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে জোবায়ের মাহমুদ (৮) এবং নুরুনবী (৭) নামের দুই শিশুর মর্মান্তিক  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। জোবায়ের ওই গ্রামের জালাল মিয়া এবং নুরুনবী জসিম মিয়ার ছেলে। ওই দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জোবায়ের ও নুরুনবী বাড়ির পাশে খেলতে যায়। খেলার ফাঁকে গাছে থাকা একটি ভিমরুলের চাকে পাখি আক্রমন করে। এতে শত শত ভিমরুল এলোমেলো হয়ে তাদের কামড়ে আহত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

এ বিষয়ে আতিকুর রহমান তাহের বলেন, ভিমরুলের কামড়ে আহত দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে জোবায়েরের শরিরে প্রচণ্ড জ্বর উঠে। এতে ওই রাতেই সে মারা যায়।
অন্যদিকে জোবায়েরের মৃত্যুর খবরে নুরুনবীকে শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নুরুনবীরও মৃত্যু হয়।

 

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ভিমরুলের কামড়ে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে আছে শিশুর অভিভাবকরা।

 

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, জুমার নামাজের পর ভিমরুলের কামড়ে নিহত জোবায়েরের জানাযায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget