ঢাকা ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১
নিজস্ব সংবাদদাতা, জাগো সখীপুর:
ময়মনসিংহে সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
শনিবার (৪ সেপ্টেম্বর) র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করেছে।
র্যাব-১৪’র অধিনায়ক মো. রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪’র একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়ে, র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়ে। পরে অস্ত্রসহ জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটক চার জনের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, অভিযানের পর একটি বিদেশি রিভলবার, গুলি, ম্যাগজিন, আটটি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব-১৪’র এই কর্মকর্তা।
জাগো সখীপুর /এম
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ