ঢাকা ২৭শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়ায় আবহমান বাঙালি ঐতিহ্য ও প্রাচীন সাংস্কৃতিক অন্যতম অনুসঙ্গ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক মিঞা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চাপড়া বিল এলাকায় নৌকা বাইচের আয়োজন করা হয়।
নৌকাবাইচ গ্রাম বাংলার জনপ্রিয় একটি প্রতিযোগিতা হওয়ায় এ প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
গ্রাম বাংলার ঐতিবাহী নৌকা বাইচ দেখতে জেলার বাইরে থেকে লোকজন আসে। এরকম নৌকা বাইচ দেখে তারা অনেক খুশি।
প্রতিযোগিতায় সোনার বাংলা, সোনারতরী, যমুনারতরী, একতা, হীরারতরী, স্বপ্নেরতরী, ময়ুর পক্ষী, বাবা মার দোয়া, তুফানসহ বিভিন্ন রঙবেরঙের ৩৮টি নৌকা অংশগ্রহণ করে।
এদের মধ্যে ভূঞাপুরের নিকরাইল এলাকার আব্দুস সবুর সরকারের নৌকা প্রথম, একই উপজেলার গাবসারা গ্রামের একতা দ্বিতীয় ও পাথাইলকান্দি এলাকার হীরারতরী তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : আশরাফুল আলম শরীফ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ