টাঙ্গাইলে চুরি হওয়া ৩৫০ কেজি রাবারসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

টাঙ্গাইলে চুরি হওয়া ৩৫০ কেজি রাবারসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর বনের সরকারী রাবার বাগান থেকে চুরি হওয়া অপরিশোধিত ৩৫০ কেজি রাবারসহ এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। সোমবার সকালে উপজেলার পীরগাছা এলাকা থেকে এ রাবার উদ্ধার করা হয়। বিষয়টি সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২-সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম ফারুক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক (৪২) একই এলাকার আমির আলীর ছেলে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবারসহ রাজ্জাককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে সরকারী রাবার বাগান অবৈধভাবে কাঁচা রাবার দীর্ঘদিন ধরে চুরি করে বিক্রি করছিলো। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আব্দুল রাজ্জাককে মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget