ঢাকা ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর বনের সরকারী রাবার বাগান থেকে চুরি হওয়া অপরিশোধিত ৩৫০ কেজি রাবারসহ এক জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। সোমবার সকালে উপজেলার পীরগাছা এলাকা থেকে এ রাবার উদ্ধার করা হয়। বিষয়টি সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২-সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম ফারুক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক (৪২) একই এলাকার আমির আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবারসহ রাজ্জাককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে সরকারী রাবার বাগান অবৈধভাবে কাঁচা রাবার দীর্ঘদিন ধরে চুরি করে বিক্রি করছিলো। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আব্দুল রাজ্জাককে মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ