হাসপাতালে ভর্তি কাদের সিদ্দিকী | জাগো সখীপুর

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

হাসপাতালে ভর্তি কাদের সিদ্দিকী | জাগো সখীপুর

 

জাগো সখীপুর প্রতিবেদক:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীরউত্তম) অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তাকে সেখানে ভর্তি করা হয়।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী জানান, মঙ্গলবার পেটে ব্যথা শুরু হলে বঙ্গবীরকে অধ্যাপক এম. এস আরাফাতের তত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পরে।

 

 

তিনি জানান, বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

জাগো সখীপুর / এম জাকির হোসেন

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget