ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২১
এম জাকির হোসেনঃ
আজ ৫ অক্টোবর মঙ্গলবার ২০২১ইং। ২৭তম বিশ্ব শিক্ষক দিবস। নানা আয়োজনে পালন করা হবে দিবসটি। ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে শিক্ষার অগ্রগতি, মানবজাতির ক্রমোন্নতি এবং আধুনিক সমাজের বিকাশ সাধনে শিক্ষক সমাজের অপরিহার্য ভূমিকা ও অবদানের কথা জোরের সাথে ঘোষণা করে শিক্ষকগণ যাতে এসব ভূমিকা পালনের জন্য উপযুক্ত সম্মান ও মর্যাদা ভোগ করতে পারেন তা সুনিশ্চিত করার অঙ্গীকার ঘোষণা করা হয়েছে।
১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কোর উদ্যোগে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে প্যারিসে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশেষ আন্তঃসরকার সম্মেলন বিশ্বব্যাপী শিক্ষকদের অধিকার, কর্তব্য ও মর্যাদা বিষয়ক আন্তর্জাতিক দলিল ‘ইউনেস্কো/আইএলও সনদ’ স্বাক্ষরিত হয়। উক্ত দিবসটি শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে।
শিক্ষক নেতারা বলছেন, এবারের বিশ্ব শিক্ষক দিবস বেসরকারী শিক্ষক-কর্মচারীদের জন্যে একটি গভীর দুঃখজনক পরিস্থিতির মধ্যে দিয়ে পালিত হচ্ছে। করোনায় বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থা। করোনা মহামারিতে অনেক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছেন। তাছাড়া দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকতার পেশা অনেকেই ছেড়ে দিয়েছেন। অনেক শিক্ষক আর্থিক দূরাবস্থায় পড়ে ভ্যান চালক, রিক্সা চালক, সবজি বিক্রেতা ও ডে লেবারের কাজ করে জীবিকা চালিয়েছেন। অনেক কিন্ডার গার্টেন বিক্রি করে দেওয়া হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস পালনের জন্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনে সভাপতি ড. প্রফেসর এম কোরবান আলী এবং জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম শিক্ষক ফেডারেশন ও ৯টি শিক্ষক পরিষদের সর্বস্তরের শিক্ষকদের প্রতি আবেদন জানিয়েছেন।
শিক্ষক নেতা সেলিম ভূইয়া একটি আর্টিকেলে বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড হলে শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড। কিন্তু আজ শিক্ষক সমাজ অবহেলিত ও বিভিন্নভাবে হয়রানি-নির্যাতনের শিকার। শিক্ষকদের চাকরির নিরাপত্তা, আর্থিক স্বচ্ছতা, সামাজিক মর্যাদা নেই বলে মেধাবীরা এই পেশায় আসতে চান না। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা রাজনৈতিক হয়রানির শিকার হয়ে চাকরি হারিয়ে পথে পথে ঘুরছেন। শিক্ষকদের চাকরির নিরাপত্তা নেই বলেই আজ শিক্ষার বেহাল অবস্থা। পরিকল্পনাবিহীন শিক্ষার অভাবে অনেক কম মেধাবী এমনকি মেধাহীন ছাত্র-ছাত্রীরাও পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সমাজে উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছেন। জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের দেখলে অনেকেই মুচকি হাসে। এক্ষেত্রে প্রকৃত জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের প্রতি অবিচার হচ্ছে বলে আমরা মনে করি।
তিনি বলেন, শিক্ষকগণ হচ্ছেন জাতির বিবেক ও মূল্যবোধ সংরক্ষণের ধারক ও বাহক। শিক্ষার সংস্কার, সম্প্রসারণ ও মান উন্নয়নে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিবেন বলে শিক্ষক সমাজ প্রত্যাশা করে। বিশ্ব শিক্ষক দিবসে সরকারের পক্ষ থেকে কোন গুরুত্বপূর্ণ কর্মসূচী না নেয়ায় শিক্ষক সমাজ আশাহত হয়েছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে সরকার এ বিষয়ে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে শিক্ষক সমাজকে যথাযথ সম্মান দেখাবে।
তুহিন সিদ্দিকী
মানবতার ফেরিওয়ালা
এম জাকির হোসেন
যোগাযোগ: মনির উদ্দিন কমপ্লেক্স, উপজেলা রোড, সখীপুর, টাঙ্গাইল।
মোবাইল :০১৯১২-৬৩৫৯১৭ ইমেইলঃ newsjagosakhipur@gmail.com
মোখলেছুর রহমান যায়েদ, শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, ঢাকা
* বার্তা সম্পাদক : মোঃ রাহমাতুল্লাহ
© জাগো সখীপুর এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ