সখীপুরে অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

সখীপুরে অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে অসামাজিক কার্যকলাপ ও এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।   মঙ্গলবার সকালে পৌর শহরের মুজিব কলেজ মোড়ে সখীপুর- গারোবাজার সড়কে  বিক্ষুব্ধ  এলাকাবাসী  এ মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে ওই ৬ গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। সড়ক অবরোধ করায় এসময় রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন  চলাচলকারীরা।

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের সভাপতিত্বে  অসামাজিক কার্যকলাপ ও এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে  বীরমুক্তিযোদ্ধা এস এম আবদুল্লাহ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা মোখলেছ আলী, অধ্যাপক কাজী হাকিম উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, কাউন্সিলর ফজলুর রহমান, শহিদুল ইসলাম , ফরিদ আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা তোরাব আলীর ছত্রছায়ায় ওই এলাকার হাসমত আলীর মেয়ে হাছিনা  বেগম দীর্ঘদিন ধরে তার বাসায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করায়  তোরাব আলী একজন মুক্তিযোদ্ধা হয়েও এ ধরনের কাজকে প্রশ্রয় দেওয়ায় বিষয়টি দুঃখজনক। তাদের এ অপকর্মে বাধা দিতে গেলে এলাকার  যুবকের নামে মিথ্যা  মামলা দিয়ে হয়রানি করছেন। এসময় বক্তার অনতিবিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।   পরে পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget