দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি শাফলু সম্পাদক খান মনির নির্বাচিত

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২১

দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি শাফলু সম্পাদক খান মনির নির্বাচিত

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রি-বার্ষিক কমিটি নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউরেকা শিক্ষা পরিবারের সেন্ট্রাল শাখার ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এসোসিয়েশনের সাবেক সভাপতি, শিশু জ্ঞান বিকাশের পরিচালক মো. আবু তালেবের সভাপতিত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নবসৃষ্টি শিক্ষা পরিবারের পরিচালক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলুকে সভাপতি এবং ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনিরকে সম্পাদক করে আগামি তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি নির্বাচিত করা হয়। কমিটিতে মেধাবিকাশ স্কুলের পরিচালক শেখ মাহবুবুল আলম সাখাওয়াতকে সহ-সভাপতি, মর্ডান ক্যাডেট স্কুলের পরিচালক রফিকুল ইসলামকে কোষাধ্যক্ষ, রাজু ক্যাডেট স্কুলের পরিচালক মো. আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আয়নাল হক কিন্ডারগার্টেনের পরিচালক মনোয়ার গাজীকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক মো.বাবুল আহমেদকে শিক্ষা ও গভেষণা বিষয়ক সম্পাদক, শিশু একাডেমিকের পরিচালক মো. মানিক মিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আলম অভিনব কোচিং সেন্টারের পরিচালক মো. আবদুল খালেককে ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget