সখীপুরে পাঠাগার উদ্বোধন ও বিনামূল্যে ফলজ চারা বিতরণ

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২১

সখীপুরে পাঠাগার উদ্বোধন ও বিনামূল্যে ফলজ চারা বিতরণ

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্ধোধন এবং চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্ধোধন শেষে তালিমঘরে আলোচনা সভা, বিনামূল্যে মাল্টা ও কমলার চারা বিতরণ করা হয়।

গ্রীণ হ্যাভেনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।

অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডঃ মোঃ মেহেদী মাসুদ। অনুষ্ঠানের স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি অফিসার নিয়ন্তা বর্মন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল আউয়াল, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া, গ্রীন হ্যাভেনের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget