সখীপুরে হাতি দিয়ে চাঁদাবাজিতে পথচলা মানুষ অতিষ্ঠ

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

সখীপুরে হাতি দিয়ে চাঁদাবাজিতে পথচলা মানুষ অতিষ্ঠ

 

এম জাকির হোসেনঃ

সখীপুরে সড়কে হাতির চাঁদা বাজিতে পথচলা মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এ মহাসড়কে চলন্ত যানবাহন থামিয়ে চলছে চাঁদা বাজি। প্রতিবাতের কোন সুয়োগ নেই। প্রশাসনের চোখের সামনে এমন চাঁদা বাজি হলেও কোন প্রতিকার নেই। যে কারণে মহাসড়কের সকল প্রকার যান বাহনে চাঁদা বাজি চলছে।

 

সরজমিনে দেখা গেছে, হাতির পিঠে বসে যুবক সড়কে চলন্ত ট্রাক, বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, ইজি বাইক থামিয়ে ১০/২০/৫০ টাকা থেকে ১শ/৫০শ টাকা আদায় করছে। যারা দিতে অনিহা প্রকাশ করছে তাদেরকে হাতি দিয়ে ভয় দেখানো হচ্ছে। যে কারনে হাতির মালিককে চাঁদা দিতে বাধ্য হচ্ছে সাধারন পথচারি।

 

এ ব্যাপারে জানতে চাইলে একজন পথ চারি জানান, অনেক দিন ধরে হাতি দিয়ে চাঁদাবাজি চললেও প্রশাসন নিরব। পথচারিরা বলেন হাতির কারনে যে কোন সময় মহা সড়কে দূর্ঘটনা ঘটতে পারে। এ কারনে প্রশাসনের অবিলম্বে হাতির চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করতে দাবী জানিয়েছেন।

জাগো সখীপুর / এম

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

Like Us On Facebook

Facebook Pagelike Widget